নাটোরের বড়াইগ্রামে পৌর বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত বুধবার দিবাগত রাতে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার জন্য আ.লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল জানান, পৌর শহরের মৌখাড়া বাজারে গত বুধবার মধ্যরাতে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। স্থানীয় আ.লীগ নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তবে স্থানীয় আ.লীগ নেতা রবিউল করিম পিন্টু এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ