রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বড়াইগ্রাম পৌর বিএনপির কার্যালয় ভাঙচুরে অভিযোগ  

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রাম পৌর বিএনপির কার্যালয় ভাঙচুরে অভিযোগ  

নাটোরের বড়াইগ্রামে পৌর বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত বুধবার দিবাগত রাতে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার জন্য আ.লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। 

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল জানান, পৌর শহরের মৌখাড়া বাজারে গত বুধবার মধ্যরাতে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। স্থানীয় আ.লীগ নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। 

তবে স্থানীয় আ.লীগ নেতা রবিউল করিম পিন্টু এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ